গ্র্যামি অ্যাওয়ার্ডস স্থগিত ঘোষণা

- আপডেট সময় : ১০:৩০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫০১ বার পড়া হয়েছে
বিশ্বের মিউজিকের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর- গ্র্যামি অ্যাওয়ার্ডস স্থগিত ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের নতুন ধরন- ওমিক্রনের কারণে এই আসর অনুষ্ঠিত হচ্ছে না বলে ঘোষণা করেছে আয়োজক কমিটি। ৩১শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আয়োজক কমিটি খুব শিগগির নতুন তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছে। এর আগে নভেম্বরে পুরস্কারের জন্য মনোনয়ন ঘোষণা করা হয়। এবছর পাকিস্তানি গায়িকা আরুজ আফতাব প্রথম পাকিস্তানি নারী হিসেবে মনোনয়নের তালিকায় জায়গা করে নেন। জ্যাজ কী-বোর্ডিস্ট জন ব্যাটিস্টের এবারের গ্র্যামিতে সবচেয়ে বেশি ১১টি মনোনয়ন পেয়েছেন। একই সঙ্গে মনোনয়নের তালিকায় রয়েছেন অলিভিয়া রডরিগো, লিল নাস এক্স, বিলি ইলিশ, জাস্টিন বিবার এবং দোজা ক্যাটদের মতো তারকারা। দ্য ডেইলি শোর উপস্থাপক ট্রেভর নোহের এই বছরও গ্র্যামি অ্যাওয়ার্ডের উপস্থাপনা করার কথা ছিল। ১৯৫৮ সালে থেকে শুরু হওয়া গ্র্যামি আমেরিকার সবচেয়ে সম্মানজনক সংগীত পুরস্কার।