গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টে বিশেষ অফার পাচ্ছে এনআরবি ব্যাংকের গ্রাহকরা
- আপডেট সময় : ১০:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : এনআরবি ব্যাংক এবং গ্র্যান্ড প্যালেস হোটেল ও রিসোর্টের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এনআরবি ব্যাংকের গ্রাহকরা গ্র্যান্ড প্যালেস হোটেল ও রিসোর্টে বছরজুরে ৬০% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
এনআরবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহীন হাওলাদার এবং এসএ গ্রুপ অব কোম্পানিজের পরিচালক শামসুল আলম পান্থ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আধূনিক স্থাপত্য, আর মনোরম পরিবেশ আর বাহারী সাজে সজ্জিত গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট। যা আন্তর্জাতিক মানসম্পন্ন পাঁচ তারকা হোটেল। পর্যটকদের জন্য রয়েছে হেলিপ্যাড, রেস্টুরেন্টে এবং বার, কনফারেন্স রুম, জিমনেসিয়াম, বিউটি পার্লার, স্পা সহ বিভিন্ন সুযোগ-সুবিধা।
প্রায় এক লাখ গ্রাহকের বেশি এনআরবি ব্যাংকের কার্ডধারিরা গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টের সর্বোচ্চ শতকরা ৬০ ভাগ ছাড় পাবেন। কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করলে এ সুবিধা মিলবে বলে জানান এনআরবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহীন হাওলাদার।
গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টের পরিচালক শামসুল আলম পান্থ জানান জানান, পর্যটন শিল্প আন্তর্জাতিকমানে উন্নীতকরণ এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করবো আমরা। চুক্তি অনুযায়ী আজ থেকেই গ্রাহকরা গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টের বিশেষ সুবিধা পাবেন।