গ্রেফতারের আশ্বাসে কাজে ফিরেছে খাতুনগঞ্জের শ্রমিকরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দেয়ার পর কাজে ফিরেছে চট্টগ্রামের খাতুনগঞ্জের শ্রমিকরা।
গতকাল রাতে প্রশাসন ও ব্যাবসায়ী নেতাদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় শ্রমিক সংগঠনগুলো। আন্দোলনরত শ্রমিকরা জানায়, সোমবার রাতে চাঁদার দাবিতে চিহ্নিত সন্ত্রাসী রাসেলের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। এসময় মাকসুদ নামের এক শ্রমিক ছুরিকাঘাতে নিহত হন। হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে গত দুই দিন ধরে কাজ বন্ধ রেখে আন্দোলন চালিয়ে আসছিলেন তারা। ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকারিদের গ্রেফতার করা না হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।