সংযুক্ত আরব আমিরাতে গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এর সাথে সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় করেছেন।
সংযুক্ত আরব আমিরাত এর রাষ্ট্রদুত আবু জাফর কমিটির নেতৃবৃন্দদের কে সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস আবুধাবির মিশন উপ প্রধান মিজানুর রহমান মিজান। গ্রেটার কুমিল্লার ওয়েলফেয়ার সোসাইটি নবনির্বাচিত সভাপতি মাহবুব আলম মানিক সিআইপি, সংগঠনের উপদেষ্টা হাজী মনির, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাউসার, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শিকদার মোহাম্মদ শাফায়েত উল্ল্যাহ্। রাষ্ট্রদূত বলেন প্রবাসীরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করছেন।