গ্রীষ্মকালীন টমেটো চাষে ব্যস্ত চাষীরা
- আপডেট সময় : ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- / ১৭১৭ বার পড়া হয়েছে
দিনাজপুরে গ্রীষ্মকালীন টমেটো চাষে ব্যস্ত চাষীরা। গত বছর ভালো দাম পাওয়ায় এবার বেড়েছে চাষাবাদের পরিধি। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আবহাওয়া অনুকূল থাকায় টমেটোর বাম্পার ফলন হবে।
জেলার বিরল উপজেলার মহেশপুর গ্রামের এক কৃষক গেল বছর টমেটোর ভালো দাম পাওয়ায় এবছর সোয়া দুই বিঘা জমিতে সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে চাষ করেছেন গ্রীষ্মকালীন টমেটো। সার্বিকভাবে এখন পর্যন্ত টমেটো ক্ষেতের অবস্থা ভালো তাই এ বছরও ভালো লাভের আশা করছেন এই কৃষক
একই অবস্থা জেলার ১৩ টি উপজেলার গ্রীষ্মকালীন টমেটো চাষীদের। বর্তমানে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। পোকামাকড় থেকে রক্ষায় ব্যবহার করছেন কীটনাশক। হঠাৎ বৃষ্টিতে যেন টমেটো ক্ষেতের কোন ক্ষতি না হয় সেজন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন তারা
এদিকে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বর্তমানে কৃষকরা গ্রীষ্মকালীন টমেটো পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। ১ থেকে দেড় মাসের মধ্যেই বাজারে আসবে এই টমেটো। গেল বছর কৃষকরা টমেটো চাষ করে লাভবান হয়েছে। এবছরও তারা লাভবান হবে বলে জানালেন এই কর্মকর্তা
জেলার ১৩ টি উপজেলায় এ বছর প্রায় ২ হাজার হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটোর চাষ করেছেন চাষিরা।