গ্রাহকদের লোভ কমানোর পরামর্শ দিয়েছে হাইকোর্ট
- আপডেট সময় : ০৮:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ই-কমার্সের ফাঁদ থেকে বাঁচতে- গ্রাহকদের লোভ কমানোর পরামর্শ দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে প্রতারণা থেকে রক্ষায় গ্রাহকদের লোভ কমাতে জনস্বার্থে প্রচারণা চালানোরও পরামর্শ দিয়েছে আদালত। ফোনালাপে আড়ি পাতা বন্ধের রিট শুনানিকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই পরামর্শ দেন।
এদিকে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী- শামীমা নাসরিনের মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ই-কমার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন নামে ইভ্যালির গ্রাহকরা। বিকেল ধানমন্ডির ১৪ নম্বর সড়কে ইভ্যালির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের মুক্তির জন্য সরকারের কাছে দাবি জানান। ভুক্তভোগীরা জানান, রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন বাইরে থাকলে তারা তাদের পাওয়া বুঝে পাবেন। এজন্য শীর্ষ কর্মকর্তাদের নজরদারির মধ্যে রেখে ৫ মাসের সময় দেয়ারও দাবি জানান তারা। গ্রাহকরা জানান, প্রধান নির্বাহী তাদের মাঝে ফিরে আসুক এবং গ্রাহকদের পাওনা মিটিয়ে দিক। তাকে গ্রেফতার করে আটকে রাখা কোনো সমাধান নয়। তাই হাজার হাজার গ্রাহকের কথা চিন্তা করে ইভ্যালীর কার্যক্রম সচল রাখারও দাবি জানান ভুক্তভোগী গ্রাহকরা।