গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা হয়ে গেল ঝিনাইদহে
- আপডেট সময় : ০৫:২৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা হয়ে গেল ঝিনাইদহে। সদর উপজেলার হিরাডাঙ্গা গ্রামে এমন আয়োজন দেখতে ভীড় জমান দুরদুরান্ত থেকে আসা দর্শকরা। লাঠি খেলা দেখতে আগত দর্শকদের ভীড় যেন উৎসবে পরিণত হয় এলাকাটিতে। বিলুপ্ত প্রায় লাঠি খেলা বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই এমন আয়োজন।
সূর্য হেলে পড়ার আগেই সকলে ছুটছে সদর উপজেলার হীরাডাঙ্গা গ্রামে। লক্ষ্য গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখা। ঢাক, ঢোল আর কাঁসার তালে তালে চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা।
আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে সকলের মাঝে উৎসবের আমেজ। বিপথগামী যুবসমাজের মাদকাসক্ততা ও মূল্যবোধের অবক্ষয় রোধে লাঠি খেলার মত আয়োজন নিয়মিত করার দাবি দর্শকদের।
সচেতন মহল বলছে, সমাজ থেকে অন্যায় ও অপরাধ দূর করতে এ ধরনের আয়োজন নিয়মিত করা উচিত।
দিনভর খেলায় ঝিনাইদহ সদর, শৈলকুপাসহ বিভিন্ন উপজেলার ১৩ টি দলের অর্ধশতাধিক খেলোয়াড় অংশ নেয়। প্রতিযোগিতার প্রথম হয়েছেন শৈলকুপা উপজেলার লাঠিয়াল আমির হামজা।