গ্রামের মানুষকেও উন্নত সুবিধা দিতে তৃণমুল থেকে উন্নয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৪:০০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
- / ১৬১২ বার পড়া হয়েছে
গ্রামের মানুষ যাতে শহরের মতো নাগরিক সুবিধা পায়, সেজন্য তৃণমুল থেকে উন্নয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষ অর্থনীতির প্রধান শক্তি- তাই মানুষের জন্যই কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী নানা সংকটে নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা না থাকলে দেশ আরও এগিয়ে যেত বলে মনে করেন প্রধানমন্ত্রী।
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজন করা হয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতির দু’দিনব্যাপী দ্বিবার্ষিক সম্মেলন। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সঠিক পরিকল্পনা বাস্তবায়নের সুফল পাচ্ছে দেশের মানুষ।
বলেন, মুক্তিযুদ্ধ করে যে জাতি বিজয় অর্জন করেছে সে জাতি কখনোই ব্যর্থ হতে পারে না। জানান, দেশের মানুষের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই কাজ করছে সরকার।
শেখ হাসিনা আরো বলেন, আগে যারা ক্ষমতায় ছিলো তারা ভোটচুরি ও ভোগবিলাসে ব্যস্ত ছিলো। এলিট শ্রেণীর খেলাপি ঋণের সংস্কৃতি জিয়াউর রহমানেরই তৈরি করেন বলে অভিযোগ তার।
বিশ্বব্যাপী যে অর্থনৈতিক সঙ্কট চলছে, বাংলাদেশ তার প্রভাবমুক্ত নয় বলে জানান বঙ্গবন্ধু কন্যা। নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা না থাকলে দেশ আরও এগিয়ে যেত বলে মনে করেন তিনি।
চাকরির পেছনে না ছুটে, উদ্যোক্তা হয়ে নিজের পায়ে দাঁড়াতে তরুণদের আহবান জানান প্রধানমন্ত্রী।