গ্রামীণ ফোনের সাথে এসএ টিভির সুসম্পর্ক অব্যাহত থাকবে বলে আশাবাদ জানিয়েছেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক
- আপডেট সময় : ১০:০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
গ্রামীণ ফোনের সাথে এসএ টিভির সুসম্পর্ক অব্যাহত থাকবে বলে আশাবাদ জানিয়েছেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। এসএটিভি’র প্রধান কার্যালয়ে গ্রামীণ ফোনের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল নতুন বছরের শুভেচ্ছা জানাতে এলে এ কথা বলেন তিনি।
এসএ টিভির প্রধান কার্যালয়ে মঙ্গলবার শুভেচ্ছা জানাতে আসেন গ্রামীন ফোনের কর্পোরেট বিজনেস শাখার তিন সদস্যের একটি প্রতিনিধি দল। এসময় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন তাদের অভ্যর্থনা জানান।
গ্রামীন ফোনের এই শুভেচ্ছা কার্যক্রমে প্রতিষ্ঠানটির কর্পোরেট বিজনেস বিভাগের পরিচালক মোহাম্মদ নাসের ইউসুফ জানান, প্রতিষ্ঠার সময় থেকেই এসএ টিভির সাথে টেলিকম কোম্পানিটির আনন্দময় ব্যবসায়িক সম্পর্ক অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ জানান, গ্রামীন ফোনের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়তে চায় এসএ টিভি।
এসএটিভি’র কার্যক্রমে অভিভূত গ্রামীণ ফোনের প্রতিনিধি দলটি এসএ গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানেও শুভেচ্ছা সফর করবে বলে জানায়।