গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র দূর করতে জেলা প্রশাসকদের আরো সক্রিয় ভুমিকা রাখার নির্দেশ

- আপডেট সময় : ০১:০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র দূর করতে জেলা প্রশাসকদের আরো সক্রিয় ভুমিকা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের পল্লী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের আন্তরিকতা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।
সকালে জেলা প্রশাসক সম্মেলন ২০২২ এ ভার্চুয়ালি বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত ছিলেন সরকার প্রধান। কোভিড-১৯ সংক্রমণের কারণে দুই বছর স্থগিত থাকার পর এবার শুরু হয়েছে জেলা প্রশাসক সম্মেলন। তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বক্তব্যে শেখ হাসিনা আরো বলেন, সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। সেবার মানসিকতা নিয়ে কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে আর্থ- সামাজিক উন্নয়ন নিশ্চিত করা হবে।