গ্রহণযোগ্য মজুরি কাঠামো তৈরি করার আশ্বাস শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর
- আপডেট সময় : ০৯:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ১৭২০ বার পড়া হয়েছে
পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বিভ্রান্তি সৃষ্টিতে আন্দোলন হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, এখন পর্যন্ত বর্ধিত বেতন চূড়ান্ত হয়নি।
বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাক শিল্প সেক্টরের উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, একটি গ্রহণযোগ্য মজুরি কাঠামো তৈরি করা হবে।
সরকারের প্রতি আস্থা রেখে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী লীগ ক্ষমতার আসার পর পোশাক শ্রমিকদের মজুরি, ইনক্রিমেন্ট বেড়েছে। যে-সব প্রতিষ্ঠান ঠিক সময়ে শ্রমিকদের বেতন দেয় না, মারধর-নির্যাতন করে– তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান মুন্নুজান সুফিয়ান। এসময় শ্রমিক নেতা শাজাহান খান বলেন, সরকারকে বেকায়দায় ফেলে উৎখাত করার জন্যই বিএনপি গার্মেন্টস ও পরিবহন সেক্টরকে ব্যবহার করতে চাইছে।