গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
সিলেটের গোয়াইনঘাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন একই পরিবারের আরও চারজন।
সকালে গোয়াইনঘাট থানার ওসি জানান, গেলরাতে উপজেলার জাফলংয়ের রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার জাফলংয়ের রসুলপুর গ্রামের জেসমিন আক্তার ও মেয়ে সুমাইয়া আক্তার। স্থানীয়রা জানায়, অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান।এ সময় জেসমিনের স্বামী, শাশুড়ি এবং আরও দুই সন্তান আগুনে পুড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।