গ্যাস সংকটে উৎপাদন কমেছে প্রায় অর্ধেক, মূল্য বৃদ্ধি করলে চরম বিপর্যয়ের মুখে পড়বে টেক্সটাইল শিল্প
- আপডেট সময় : ০৭:৩৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
গ্যাস সংকটে দেশের টেক্সটাইল শিল্পে উৎপাদন কমেছে প্রায় অর্ধেক। বাড়তি দাম দিয়েও প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই শিল্পখাত। গ্যাসের চাপ না থাকায় বন্ধের পথে ক্যাপটিভ জেনারেটরে পরিচালিত টেক্সটাইল মিলগুলো। এমন অবস্থায় গ্যাসের মূল্য বৃদ্ধি করলে এই শিল্প চরম বিপর্যয়ের মুখে পড়বে বলে জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন- বিটিএমএ। ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ মন্তব্য করেছেন।
নিরবচ্ছিন্ন সংযোগসহ সহনশিল মুল্যো গ্যাস সরবরাহের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল মিল এসোসিয়েশন।
এ সময় সংগঠনের নেতারা বলেন, দেশীয় খাতের চাহিদা পুরণসহ বৃহৎ এই রপ্তানিখাতকে বাঁচিয়ে রাখতে, গ্যাসের দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে।
গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো লোকসানে না থাকা সত্তেও বার বার দাম বৃদ্ধি করছে। এতে ক্ষতির মুখে পড়ছে এ খাত। নতুন করে দাম বাড়লে আমদানি-রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে।
করোনার এ ক্রান্তিলঙ্গে টেক্সটাইল শিল্পকে আবারো বিশ্ববাজারে গতিশীল করতে সরকারের সহযোগিতা প্রয়োজন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।