গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ বছরে ছাত্রলীগ
- আপডেট সময় : ০২:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ বছর পদার্পণে করেছে বাংলাদেশ ছাত্রলীগ। দিনটিকে নানা কর্মসূচিতে উদযাপন করছে আওয়ামী লীগের এই অঙ্গসংগঠন।
সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানান কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য । এসময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্য কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে কেক কাটা। সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিনিধিদল শ্রদ্ধা নিবেদন করেছে। একইসঙ্গে সেখানে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে, ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন।