গোপালগঞ্জ সফর শেষে এখন ঢাকার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে সড়কপথে পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি
প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সফরে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্য সদস্যরা রয়েছেন। দুপুরে প্রায় ঘন্টাজুড়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। বিকেলে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করেন সরকার প্রধান।