গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষক মোহাম্মদ আক্কাস আলীর যোগদানের প্রতিবাদে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা।
সকাল থেকে সিএসই বিভাগের সামনে অবস্থান নিয়ে শিক্ষক আক্কাস আলীর কর্মক্ষেত্রে যোগদানের বিরুদ্ধে শ্লোগান সম্বলিত ফেস্টুন প্রদর্শন করে
শিক্ষার্থীরা। আগামী জানুয়ারীতে সাজা ভোগ শেষে ওই শিক্ষকের সিএসই বিভাগের চেয়ারম্যান হিসাবে যোগদান করার কথা রয়েছে। বিগত ২০১৯ সালে শিক্ষক আক্কাস আলীর বিরুদ্ধে একই বিভাগের দুই নারী শিক্ষার্থী যৌন হয়রানীর অভিযোগ আনেন। তদন্ত শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিএসই বিভাগের তৎকালীন প্রধান আক্কাছ আলীকে ৪ বছরের জন্য বহিষ্কার করা হয়।