গোপালগঞ্জের বিভিন্ন বিলের লাল শাপলার সৌন্দর্য্য উপভোগের জন্য ভিড় করছে নানা বয়সী দর্শনার্থীরা
- আপডেট সময় : ০৬:০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের বিভিন্ন বিলের লাল শাপলার সৌন্দর্য্য উপভোগের জন্য ভিড় করছে নানা বয়সী দর্শনার্থীরা। নৌকায় তাদের ঘুরিয়ে ও নানারকম পিঠাপুলি বিক্রি করে ভালো আয়-রোজগার করছে স্থানীয় অর্ধশতাধিক পরিবার। লাল শাপলাকে কেন্দ্র করে মৌসুমী পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন দর্শনার্থীরা।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি, ছত্রকান্দা ও টুঙ্গিপাড়া উপজেলার জোয়
চারদিকে সবুজ আর মাঝখানে লাল শাপলা– এ যেন জাতীয় পতাকার প্রাকৃতিক রুপ। বিলের মাঝে মনে হয় লাল গালিচা পাতা।এই অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে ভোর থেকেই ছুটে আসছে নানা বয়সের দর্শনার্থীরা। প্রিয় মূহূর্তগুলোকে স্মৃতি করে রাখছে অনেকে।
বিলের মধ্যে বিশ্রামের জন্য ঘর বানানো হয়েছে। ঘুরে দেখার জন্য আছে নৌকা। পাওয়া যাচ্ছে নানা ধরনের গ্রামীণ পিঠা। এতে করে প্রায় অর্ধশতাধিক পরিবারের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে বলে জানান, স্থানীয় জনপ্রতিনিধি। প্রাকৃতিক এই সৌন্দর্য্য যাতে ক্ষতিগ্রস্থ না হয়, সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন, জেলা প্রশাসক। বিলগুলো ঘিরে পর্যটন শিল্প প্রসারে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে প্রকৃতিপ্রেমীরা।