গোপালগঞ্জের কাশিয়ানী থেকে জিকির শেখ নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
নিখোঁজের তিনদিন পর গোপালগঞ্জের কাশিয়ানী থেকে জিকির শেখ নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে কাশিয়ানী উপজেলার দক্ষিন ফুকরার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কাশিয়ানীর রামদিয়া তদন্তকেন্দ্রের পুলিশ জানান, গেলো সোমবার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন জিকির শেখ। রাতে বাড়ি ফিরে না আসলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি তার স্বজনরা।বৃহস্পতিবার সকালে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের ঢাকা-খুলনা মহাসড়কের পাশে জিকির শেখের গলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।



















