গোপালগঞ্জের কামাল ফকির হত্যা মামলায় প্রধান আসামী চান্দু মিয়ার ফাঁসির আদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীর কামাল ফকির হত্যা মামলায় প্রধান আসামী চান্দু মিয়ার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মামলার অন্য ২৩ আসামীকে খালাস দেয়া হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: আব্বাস উদ্দীন এ রায় দেন। ২০১৫ সালে আসামী চাঁন মিয়া ও তার সঙ্গীরা কামালকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতরভাবে আহত করে। পরে, কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান কামাল। নিহতের বাবা ২৮ জনকে আসামী করে মামলা করেন। থানা তদন্ত প্রতিবেদন দিতে নারাজি জানালে দায়িত্ব দেয়া হয় পিবিআইকে। দীর্ঘ তদন্তের পর ২৪ জনকে আসামী করে প্রতিবেদন দাখিল করা হয়। বিচারক ২৩ জনকে খালাশ দিয়ে মামলার প্রধান আসামী মোহাম্মদ চাঁন মিয়া ওরফে চান্দু মিয়াকে ফাঁসির আদেশ দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী চান মিয়া পলাতক রয়েছে।