গোপন বৈঠকে আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টনের কোনো আলোচনা হয়নি : চুন্নু
- আপডেট সময় : ০৭:১৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, গোপন বৈঠকে আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টনের কোনো আলোচনা হয়নি। দুপুরে বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাপা মহাসচিব বলেন, ক্ষমতাসীনদের কোনো প্রার্থী যেনো ভয়ভীতি দেখাতে না পারে, সেজন্য আওয়ামী লীগের কাছে নিশ্চয়তা চাওয়া হয়েছে। নির্বাচন বর্জন করা জাতীয় পার্টির ইতিহাসে কম, তবে শেষ পর্যন্ত অপেক্ষা করার কথা বলেন মজিবুল হক চুন্নু।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটের মাঠে সরব জাতীয় পার্টি। ঢাক- ঢোল বাজিয়ে ৩শ আসনে প্রার্থী দেয় দলটি। কিন্তু এবার তারা কি এককভাবে নড়বে, নাকি মহাজোটের সাথে আসন ভাগাভাগি করবে– এ নিয়ে চলে আলোচনা-সমালোচনা।
এমন বাস্তবতায় বুধবার রাতে আওয়ামী লীগের সাথে গোপন বৈঠক করে জাতীয় পার্টি। ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন করে দলটি। গোপন বৈঠক নিয়ে জাপা মহাসচিব বলেন, আসন ভাগাভাগি নিয়ে কোনো কথা হয়নি, শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় জাতীয় পার্টি মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতাসীনদের কোনো প্রার্থী যেনো ভয়ভীতি দেখাতে না পারে, সেজন্য আওয়ামী লীগের কাছে নিশ্চয়তা চাওয়া হয়েছে। নির্বাচন বর্জন করারইতিহাস জাতীয় পার্টির কম বলে ও জানান মুজিবুল হক চুন্নু।