গোল শূন্য ড্র-তে শেষ হয়েছে নেপাল-বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচ
- আপডেট সময় : ০৯:১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
গোল শূন্য ড্র-তে শেষ হয়েছে নেপাল-বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচ। তাতেই দুই ম্যাচের সিরিজ ১-০ তে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের ২-০ গোলের জয়ে শিরোপা জিতে টাইগাররা। আজকের ম্যাচেও একাধিক সুযোগ তৈরী করেছিলো বাংলাদেশ। কিন্তু ফিনিসিংয়ের অভাবে গোল আদায় করতে পারেনি।
রেফারির বাশিঁ। সাথে সাথে বাংলাদেশের প্রাপ্তির খাতায় যোগ হলো আরও একটা ট্রফি। মুজিববর্ষ ফিফা আন্তর্জাতি প্রীতি ম্যাচের দ্বিতীয় ম্যাচে গোল শূন্য ড্র। তবে, প্রথম ম্যাচের ২-০ গোলের জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ।
গোলহীন ম্যাচের অথচ দ্বিতীয় ম্যাচের শুরুটা দু’দলেরই নড়বড়ে। যেখানে ম্যাচের শুরুতে একাধিক সুযোগ তৈরী করেছিলো বাংলাদেশ। কিন্তু ফিনিসিংয়ের অভাবে গোল আদায় করতে পারেনি স্বাগিতকরা।
১৪ মিনিটের পর ২৩ মিনিটে আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ তৈরী করেছিলো বাংলাদেশ। কিন্তু সুমন রেজার এই দুর্দান্ত শট চলে যায় গোলবারের উপর দিয়ে।
বাংলাদেশের হতশ্রী’র বিপরীতে যে খুব বেশি জ্বলেছে নেপাল তা কিন্তু না। তবে, সুযোগ এসেছিলো।
৩১ মিনিটে আরো একবার বাংলাদেশ, কাউন্টার এট্যাকে। কিন্তু এবার ব্যর্থ লাল-সবুজ।
দ্বিতীয়ার্ধেও একই অবস্থা দু’দলের। ঘোছালো আক্রমণ—কিন্তু সাফল্য নেই কারো। ৫৬ থেকে ৫৯ এর মধ্য তিন তিনবার আক্রমণে যায় বাংলাদেশ। কিন্তু যথারীতি গোল অধরা।
শেষ মুহুর্তে বাংলা শিবিরে কাপন ধরিয়ে দিয়েছিলো নেপাল। কিন্তু সফরকারীদের ভাগ্য সহায়নি গোলবারের কল্যাণে। তাতে ড্র-তেই সন্তুষ্ট থাকতে হয়েছে দু’দলকে।