গেল বছরে কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫ দশকের তুলনায় বেশি ঋণ সরকারের
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ১৬০০ বার পড়া হয়েছে
গেল ৫ দশকে কেন্দ্রীয় ব্যাংক থেকে যে পরিমাণ অর্থ ঋণ নেয়া হয়েছে গেল ১ বছরে তার চেয়ে বেশী অর্থ ঋণ নিয়েছে সরকার। এমন তথ্য জানিয়েছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট, পিআরআই।
একইসঙ্গে গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, সরকারের আশঙ্কাজনক ভাবে ঋণ গ্রহণের প্রবণতা নিয়ন্ত্রণ করা না হলে, গভীর সংকটে পড়বে আর্থিক খাত। রাজধানীর বনানীতে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন এই পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরেন পিআরআই’র নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।
পাশাপাশি চলমান বৈশ্বিক সংকটের মাঝে ৭.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখা সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে। রাজস্ব সক্ষমতা ও প্রত্যক্ষ কর বাড়ানোর পাশাপাশি সরকারের প্রশাসনিক ব্যয় কমিয়ে আনা প্রয়োজন বলেও মত দেয় পিআরআই।