গেলো ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১১৬ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
গেলো ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১১৬ জনের মৃত্যু হয়েছে।
খুলনায় হঠাৎ করেই দ্বিগুণ হয়েছে মৃত্যুর সংখ্যা। গেল ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে মারা গেছ ২৭ জন। এক দিনের ব্যাবধানে সাতক্ষীরায় আরো ১১ জনের প্রাণহানি হয়েছে।
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতের একই সংখ্যা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে। গেল ২৪ ঘন্টায় এখানেও ২০ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৫ জন ও উপসর্গে ১১ জন মারা গেছেন।
এছাড়াও চুয়াডাঙ্গায় ৮ জন, নোয়াখালীতে ৪ জন,পটুয়াখালী, দিনাজপুর ও নেত্রকোনায় তিনজন করে মৃত্যু বরন করেছে করোনায়।