গেলো ২৪ ঘন্টায় কয়েকটি অঞ্চলে ৫৩ জন নতুন করোনা রোগী শনাক্ত
- আপডেট সময় : ০১:৪৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
গেলো ২৪ ঘন্টায় নতুন করে চট্টগ্রাম, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নেত্রকোনা, দিনাজপুর, মেহেরপুর, মানিকগঞ্জ, হবিগঞ্জ, জামালপুর, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, ঝালকাঠি ও পটুয়াখালীতে ৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।শনাক্তের বাড়ি এবং আশপাশের বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাসে আক্রান্ত আরো চার রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন।
ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৫৭ জনের করোনা শনাক্ত হলো।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হযরত আলী নামে এক যুবক করোনায় আক্রান্ত হয়েছে। তিনি নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
নেত্রকোনায় আরো চার জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গিয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৩।
গেল ২৪ ঘন্টায় দিনাজপুরে নতুন করে আরো দু’জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে।
মেহেরপুরের মুজিবনগরে একজন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছে। সকালে সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জ পৌরসভা ও শিবালয় উপজেলায় দুই নারী করোনা আক্রান্ত হয়েছে।সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন।
হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার ও একজন নার্স করোনা আক্রান্ত হয়েছেন।এ ঘটনায় মঙ্গলবার জেলা প্রশাসক হাসপাতালটি বন্ধ ঘোষণা করেছেন।
জামালপুরে চিকিৎসক, সাংবাদিক, পুলিশ কর্মকর্তাসহ ছ’জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হলো ৩২ জন।
কুষ্টিয়া ও কুমারখালীতে দু’জনের দেহে করোনা শণাক্ত হয়েছে। এদের মধ্যে একজন শহরের আড়য়াপাড়ার বাসিন্দা। তিনি পেশায় ব্যাংকার। অন্যজনের বাড়ি কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গট্রিয়া গ্রামে।
মাগুরায় প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নে।
নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারজন চিকিৎসক ও একজন কর্মচারি করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন।
ঝালকাঠিতে নতুন করে এক জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট ছ’জন করোনায় আক্রান্ত হলেন।সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন করে আক্রান্ত ওই ব্যক্তি নলছিটি উপজেলার বাসিন্দা। তিনি সাম্প্রতি নরায়নগঞ্জ থেকে এসেছেন।
এদিকে, পটুয়াখালি থেকে এক দম্পতি করোনা আক্তান্ত হয়ে ভোলা সদর উপজলোয় আসায় ছ’টি বাড়ি লকডাউন করা হয়ছে।গেলরাতে সদর উপজলোর বাপ্তা বুড়ির মসজিদ এলাকার তিন বাড়ি এবং পশ্চিম ইলিশা ইউনিয়নের চরপাতার তিনটি বাড়ি লকডাউন করা হয়। সদর উপজলো নির্বাহী কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছন।
এছাড়াও বান্দরবানে ৩ জন, বেনাপোলে ১ ও মুন্সীগঞ্জে ৬ জন আক্রান্ত হয়েছে।