রাজধানীর গুলিস্তান থেকে ফার্মগেট পর্যন্ত আগে ১০ টাকা ভাড়া নিলেও এখন ১৫ টাকা করে নেয়া হচ্ছে। পরিবহন ধর্মঘট তুলে নেয়ার পর রাজধানীতে বাস চালু হলে আগের চেয়ে ৫০ শতাংশ বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে।
যদিও এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন বিআরটিএ’এর সঙ্গে পরিবহন মালিক সমিতির বৈঠকে মহানগরে ২৬ দশমিক ৫ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়। আবদুল্লাহপুরের এক যাত্রী অভিযোগ করেন, গুলিস্তান-আবদুল্লাহপুর ভাড়া ছিল ৩৫ টাকা, এখন নেয়া হচ্ছে ৫৫ টাকা।ক্ষোভ প্রকাশ করে সাধারণ যাত্রীদের অনেকেই বলেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মধ্যে নীরব দুর্ভিক্ষ চলছে। সব রকম খাদ্যপণ্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে ফোভে ফুঁসছে মানুষ।