গুলিতে নিহত সাবেক জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ১২ জুলাই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
আততায়ীর গুলিতে নিহত সাবেক জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ১২ জুলাই। এরই মধ্যে নারা শহরের হাসপাতাল থেকে রাজধানীতে নেয়া হয়েছে তার মরদেহ।
টোকিওতে তার বাসভবনে রাখা হবে মরদেহ। সেখানে উপস্থিত রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তার তত্ত্বাবধানেই রাষ্ট্রীয়ভাবে জানানো হবে শোক ও শ্রদ্ধা। ক্ষোভ থেকেই জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যা করেছেন বলে শুক্রবার পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন ৪১ বছরের হামলাকারী তেৎসুয়ো ইয়ামাগামি। তিনি ৩ বছর নৌবাহিনীতে কর্মরত থাকলেও বর্তমানে বেকার। তার দাবি, যে দলের সাথে জড়িত ছিলেন আবে– সেটির ওপরই তিনি ক্ষুব্ধ। শুক্রবার নারা শহরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় শিনজো আবেকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সে। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়া হলে বিকেলে আবেকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।


















