রাজধানীর গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটের পাশে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বিকেল ৪টার দিকে বিকট শব্দে গুলশান-১০ নম্বর সড়কের একটি বহুতল ভবনের নবম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিকেল ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর সিনোমনি শরমা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।