দখল দুষণে ময়লার ভাগাড়ে পরিণত অভিজাত এলাকা গুলশান
- আপডেট সময় : ০৯:২৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
রাজধানীর অভিজাত ও কূটনৈতিক এলাকা- গুলশানের সড়কগুলো যেন ময়লার ভাগাড়। অপরিকল্পিতভাবে নির্মিত ফুটপাত আর ড্রেন পরিণত হয়েছে মরণ ফাঁদে। দিনে দিনে ধ্বংস করা হচ্ছে সবুজায়ন। রাস্তা দখল, চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এতোকিছুর পরও নির্বিকার সিটি কর্তৃপক্ষ ও গুলশান সোসাইটি। এলাকাবাসীর সেবা নিশ্চিত করতে না পারলেও, এখতিয়ার বহির্ভুতভাবে ভবন জরিপের নামে ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত গুলশান সোসাইটি।
রাজধানীর অভিজাত এলাকা গুলশান। একসময়ের সবুজ শ্যামল পরিপাটি ছিল এলাকাটি।
কালের বিবর্তন আর ক্ষমতার পালাবদলে গুলশানে হয়েছে ব্যাপক পরিবর্তন; পরিকল্পিত এলাকাটি এখন ধ্বংসের পথে।হারিয়েছে ঐতিহ্য।
পতিত সরকারের সময়ে মুখে সবুজ ঢাকা বিনির্মাণের বুলি আওড়ালেও প্রকৃতপক্ষে সবুজ প্রকৃতি ধ্বংস করার কাজই ছিল তাদের লক্ষ্য।
ফুটপাত আর আধুনিক ড্রেনেজ ব্যবস্থার নামে ধ্বংস করা হয়েছে সবুজায়ন। লোপাট করা হয়েছে রাষ্ট্রের কোটি কোটি টাকা। সড়কের চেয়ে অনেক উঁচু ফুটপাত আর ড্রেনেজ ব্যবস্থার কারণে, চলাচলের পথে নানা ঝুঁকিতে পড়েছে এখানকার মানুষ।
এতোকিছুর পরেও অনেকটাই নির্বিকার এলাকার অধিবাসীদের প্রতিনিধিত্ব দাবি করা গুলশান সোসাইটি। বসবাসকারীদের সেবা নিশ্চিত করতে না পারলেও, ভবন জরিপের নামে ব্যক্তিগত তথ্য সংগ্রহে ব্যস্ত তারা।
সোসাইটির এমন উদ্যোগ বে-আইনি দাবি করেন গুলশানের বাসিন্দা এস এ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক।
সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো আরও সক্রিয় হলে কূটনীতিক এলাকা হিসেবে পরিচিত গুলশান তার হারানো ঐতিহ্য ফিরে পাবে বলেও মনে করেন সালাহউদ্দিন আহমেদ।