ইন্তেকাল করেছেন খ্যাতিমান গীতিকার কাওসার আহমেদ চৌধুরী। গত রাত পৌনে ১০টার দিকে রাজধানীর একটি ক্লিনিকে মৃত্যু হয় তার। বয়স হয়েছিলো ছিলো ৭৮ বছর। গত দুই সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সকালে আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
দেশের জনপ্রিয় ও কালজয়ী বেশকিছু গানের রচয়িতা গীতিকার কাওসার আহমেদ চৌধুরী। ছিলেন, বীর মুক্তিযোদ্ধাও। ১৯৪৪ সালের ১৬ ডিসেম্বর সিলেটে জন্ম গ্রহণ করেন তিনি। বাবা মোসাহেদ চৌধুরী। চারুকলায় পড়াশোনা করলেও আগ্রহ ছিলো চলচ্চিত্র নির্মাণের। তার লেখা, লাকী আকন্দের গাওয়া আমায় ডেকো না…, কুমার বিশ্বজিতের গাওয়া যেখানে সীমান্ত তোমার…., নিয়াজ মোহম্মদ চৌধুরীর কণ্ঠে আজ এই বৃষ্টির কান্না দেখে… বেবী নাজনীনের কণ্ঠে এলো মেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল…কিংবা সামিনা চৌধুরীর গাওয়া…. কবিতা পড়ার প্রহর এসেছে…গান গুলো যেমন কালকে জয় করেছে, তেমনি বাংলা আধুনিক গানের ভান্ডার করেছে সমৃদ্ধ। অবশেষে বুধবার সকালে কাউসার আহমেদ চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী আজিমপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আজিমপুর এলাকাতেই বসবাস করতেন।