গাড়ি রিকুইজিশনের নামে নাগরিক হয়রানি : ১২ দফা নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায়
- আপডেট সময় : ০৭:৪৬:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
গাড়ি রিকুইজিশনের নামে নাগরিকদের হয়রানি করা যাবে না। ৭ দিনের বেশি রাখা যাবে না এবং পুলিশের ব্যক্তিগত কাজেও ব্যবহার করা যাবে না।এরকম ১২ দফা নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছে হাইকোর্ট। জনস্বার্থে এইচআরপিবির করা আলোচিত এই মামলার রায় দেয় বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ। ৯০ দিনের মধ্যে এসব নির্দেশনা প্রজ্ঞাপনের মাধ্যমে সংশ্লিষ্টদের জানাতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
নির্বাচনসহ জাতীয় গুরুত্বপূর্ন কাজে রিকুইজিশনের গাড়িই পুলিশের একমাত্র ভরসা। চাহিদাপত্র তৈরী হতো ডিএমপি অধ্যাদেশের ১০৩ এর ক ধারা অনুযায়ী। কিন্তু গাড়ি নেয়ার পর সময়মত ফেরত না দেয়া, ব্যক্তিগত কাজে ব্যবহারসহ এমন অনেক অভিযোগ উঠে গণমাধ্যমে।
২০১০ সালে জনস্বার্থে বিষয়টি আদালতের নজরে আনে হিউম্যান রাইটস অ্যাণ্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন। আর রায় হয় ২০১৯ সালের ৩১ জুলাই। বুধবার ১২ দফা নির্দেশনা দিয়ে আলোচিত সেই মামলার রায় প্রকাশ করে উচ্চ আদালত
গাড়ি ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপুরণ দেবে পুলিশ এমন নির্দেশনাও দিয়েছে হাইকোর্ট।
এ সময় রায় পরবর্তী পুলিশের করণীয় সম্পর্কেও কথা বলেন এইচআরপিবি সভাপতি।