গাবতলী বাস টার্মিনালের কাছে পিকআপের ধাক্কায় এক নারী নিহত
- আপডেট সময় : ০১:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ১৬৭২ বার পড়া হয়েছে
রাজধানীর গাবতলী বাস টার্মিনালের কাছে বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক নারী পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। তার নাম আমেনা বেগম। ভোর ৬টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উত্তর সিটির প্রায় দেড় হাজার পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে সকাল থেকে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়। সাড়ে তিন ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। যানজট ছাড়িয়েছে আসাদগেইট পর্যন্ত।
ঢাকা মহানগর পুলিশের দারুস সালাম অঞ্চলের সহকারী কমিশনার মফিজুর রহমান জানান, আমেনা বেগম কাজে যোগ দিতে ভোরে গাবতলী-দ্বীপনগর মোহাম্মদপুর সড়কের ঢাল বেয়ে ওপরে উঠছিলেন। এ সময় মাটিভর্তি বেপরোয়া গতিতে চলতে থাকা পিকআপটি আমেনা বেগমকে ধাক্কা দেয়। এতে ছিটকে খাদে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তবে আন্দোলনকারী পরিচ্ছন্নতাকর্মীরা বলছেন, ঝুঁকি ভাতা প্রদানসহ তাঁদের দাবিদাওয়া মেনে নেয়ার ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন তারা। বিশৃঙ্খলা এড়াতে গাবতলী তিনরাস্তায় বাড়তি দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। পরে সিটি করপোরেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পড়ে সকাল সাড়ে ১০টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল শুরু হয়।