গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নারী মেয়রের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ
- আপডেট সময় : ০৬:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৩৮ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র হিসেবে আজ দায়িত্বভার গ্রহণ করেছেন জায়েদা খাতুন। শহরের বঙ্গতাজ মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন ।অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যোগ দেন। লোকে লোকারণ্য হয়ে পড়ে পুরো অনুষ্ঠানস্থল। তবে অনুষ্ঠানে আসতে নেতা কর্মীদের পথে পথে বাধা দেয়ার অভিযোগ করেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ।আর গাজীপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের সহযোগীতা নিয়ে সুন্দর শহর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জায়েদা বেগম।
দেশের প্রথম নারী মেয়র জায়েদা খাতুন। গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচিত হয়ে দায়িত্ব নিলেন শহরের ভালো মন্দের। শহরের বঙ্গতাজ মিলনায়তনের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। খন্ড খন্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন তার ছেলে জাহাঙ্গীর আলম একই সিটির সাবেক মেয়র। উপস্থিত আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকদের প্রত্যাশা….গাজীপুরের সার্বিক উন্নয়ন।
সাবেক মেয়র জাহাঙ্গীর আলম অভিযোগ জানান, সংবর্ধনায় আসতে পথে পথে বাধা দেয়া হয়েছে। তার মা গাজীপুরের উন্নয়নে ইতিবাচক ভূমিকার রাখবে এমন প্রত্যাশা তার। মেয়র হিসেবে কয়েক মাস আগে শপথ গ্রহণ করেন গাজীপুর সিটির নতুন নারী মেয়র। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়ে ভালো ভাবে কাজ করতে সবার সহযোগিতা চেয়েছেন। পরে নগর ভবনে নতুন মেয়রকে আনুষ্ঠানিকভাবে বরণ করেন সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন স্বতন্ত্রপ্রার্থী জায়েদা খাতুন।