গাজীপুর শিল্পাঞ্চলে এ পর্যন্ত ৮৭৩টি পোশাক কারখানায় তাদের উৎপাদন শুরু
- আপডেট সময় : ০৫:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
গাজীপুরের বিভিন্ন শিল্প-কারখানা বিশেষ করে তৈরি পোশাক কারখানায় বেড়েছে শ্রমিক উপস্থিতি। সকাল থেকে দলে দলে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসের লকডাউনের মধ্যেই গাজীপুর শিল্পাঞ্চলে এ পর্যন্ত ৮৭৩টি পোশাক কারখানা তাদের উৎপাদন শুরু করেছে। ধাপে ধাপে এসব কারখানা খুলেছেন কর্তৃপক্ষ। এর আগে কারখানা খোলার খবরে গত ২৬ এপ্রিল থেকে বিভিন্ন উপায়ে গাজীপুরে কর্মস্থলে ফিরেন হাজার হাজার শ্রমিক। গণপরিবহন না থাকায় পায়ে হেঁটে, রিকশা, অটো রিকশাসহ হালকা যানবাহনে চড়ে কর্মস্থলে আসছেন এসব শ্রমিকরা। যদিও কারখানায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কারখানা পরিচালনা করার জন্য মালিকদের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। তবে করোনা ভাইরাস সুরক্ষায় কারখানার ভেতরে শ্রমিকদের হাত ধোয়ার ব্যবস্থা থাকলেও কারখানায় মানা হচ্ছে না সামাজিক নিরাপদ দূরত্ব।