গাজীপুর মহাসড়কের পাশে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
গাজীপুর মহাসড়কের পাশে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে নাওজোর এলাকায় ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মোহাম্মদ মেহেদী হাসান তুহিন। গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার এ তথ্য নিশ্চিত করে জানান, গেলরাত ৯টার দিকে নিহতের এক আত্মীয় ওই যুবকের মরদেহ শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।