গাজীপুর, গোপালগঞ্জ ও টাঙ্গাইলে শিক্ষার্থীদের মাঝে করোনা ভ্যাকসিন দেয়া শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
গাজীপুর, গোপালগঞ্জ ও টাঙ্গাইলে শিক্ষার্থীদের মাঝে করোনার টিকা দেয়া শুরু হয়েছে।
সকাল থেকে ১১টি কলেজের ২ হাজার ৯২৬ জন শিক্ষার্থীকে করোনা টিকা দেয়া করা হয়। পর্যায়ক্রমে সব কলেজের শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন, সিভিল সার্জন ডাক্তার খাইরুজ্জামান।
গোপালগঞ্জে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। গোপালগঞ্জ সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগ এ টিকা দেয়ার কর্মসূচীর আয়োজন করে। সকালে শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ে টিকা কার্যক্রম শুরু হয়।
টাঙ্গাইলে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে করোনার টিকা দেয়া শুরু হয়েছে। প্রথম দিন ১ হাজার ৫৩৪ জন শিক্ষার্থীকে দেয়া হয়েছে। জেলার ১২ থেকে ১৮ বছর বয়সি ১ লক্ষ ৯১ হাজার ২৪৭জন কে এই টিকার আওতায় আনার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।