গাজীপুরে স্কুল মাঠে পুকুর খনন করে মাছ চাষ, মাঠ দখলমুক্ত করার দাবি

- আপডেট সময় : ০৫:৫৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
তিন শতাধীক শিক্ষার্থী। বিদ্যালয়ের বারান্দার এপাশ-ওপাশ আর ক্লাস রুমে বসেই অবসর সময় কাটায়। সামনে জায়গা থাকলেও একটি মহল সেখানে পুকুর তৈরি করে মাছ চাষ করছে।এই চিত্র গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ি চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। প্রতিনিয়ত ঝুঁকিতে আছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। যে কোনো সময় ঘটেতে পারে বড় দুর্ঘটনা।
এলাকার কিছু প্রভাবশালী ব্যাক্তির কারণে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ফেলে ভরাট করা যাচ্ছে না। কর্তৃপক্ষ কয়েক দফায় তাদের সঙ্গে কথা বলেও কোন কাজ হয়নি। এ পর্যন্ত বেশ কয়েকজন শিশু শিক্ষার্থী খেলাধুলা করার সময় পুকুরে পড়ে যায়। তবে বড় কোনো ঘটনা ঘটার অগেই দখলদারদের উচ্ছেদ করে ছেলে-মেয়েদের খেলার মাঠ তৈরি করার দাবি জানান, অভিভাবকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। পুকুরে এখন মাছ চাষ করা হচ্ছে।
কিছু জটিলতার কারনে কাজ করা যাচ্ছে না বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট করার ব্যবস্থাসহ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি স্থানীয়দের।