গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে : কাদের
- আপডেট সময় : ১০:০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, এতে প্রমাণিত হয়েছে, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। মার্কিন ভিসা নীতিতে বিএনপির এখন ঘুম হারাম বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রাজশাহী বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের শাস্তির দাবিতে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
এতে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় নেতারা।প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর সিটি নির্বাচনে নৌকার পরাজয় মেনে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মার্কিন ভিসা নীতি প্রসঙ্গে তিনি বলেন, কারো হুমকি, ধামকি ও নিষেধাজ্ঞার কাছে মাথানত করবে না শেখ হাসিনা। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বিএনপি নিজেদের ভোট কমাচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।