গাজীপুরে মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার-প্রচারণা
- আপডেট সময় : ০৫:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ১৬২১ বার পড়া হয়েছে
একদিন পরই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার-প্রচারণা। শেষ দিনে বৈচিত্র্যময় নির্বাচনী প্রচারণায় ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী এবং টেবিল ঘড়ি মার্কার স্বতন্ত্র প্রার্থী। গাজীপুরকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে নানান প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
শেষ দিনে নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান টঙ্গিতে নিজ বাড়ি সংলগ্ন মধুমিতা রোডে নির্বাচনী প্রচারণা চালান। পরে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন । জনগণের স্বতঃস্ফূর্ত সাড়ায় এক উৎসবমুখর পরিবেশে তৈরি হয়েছে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও তিনি জানান।
হারিকেন এলাকার নিজ বাসায় নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন টেবিল ঘড়ি মার্কার স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষার দাবি জানান তিনি ।
দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় রোড মার্চের মাধ্যমে শেষ দিনের প্রচারণা চালান লাঙ্গল প্রতীকের প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানান তিনি।
টঙ্গীর নিজ বাড়িতে হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী সরকার শাহানুর ইসলাম তার নির্বাচনী ১৯ দফা ইশতেহার প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো জনগণ শংকিত । ভোটের দিন এজেন্ট দেয়া নিয়ে বাঁধা-বিপত্তির সম্মুখীন হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর।