গাজীপুরে বাস থেকে নারী গার্মেন্টস কর্মীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ
- আপডেট সময় : ০৫:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬২৪ বার পড়া হয়েছে
গাজীপুরে বাস থেকে গার্মেন্টস কর্মীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ।
গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তাকওয়া পরিবহণ নামে একটি চলন্ত মিনিবাস থেকে চম্পা বেগম নামে এক নারীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাসের চালক ও সহকারীর বিরুদ্ধে। এ ঘটনার পর উত্তেজিত জনতা কয়েকটি মিনিবাস ভাঙচুর করে বিক্ষোভ করেন ।শুক্রবার রাত পৌনে নয়টার দিকে মহাসড়কের শ্রীপুরের এমসি বাজারের তাহের সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত চম্পা বেগম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার নিজগাঁও গ্রামের আবুল কালামের স্ত্রী ও সুরুজ আলির মেয়ে। তিনি স্বামীর সঙ্গে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কংকন কুমার বলেন, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় জড়িত বাস ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। শুনেছি তার স্বজনরা হাসপাতাল থেকে লাশ নিয়ে গেছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।