গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ১৯১১ বার পড়া হয়েছে
গাজীপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মীমকে শ্বাসরোধে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে তার স্বামী আল আমিন। বুধবার বিকেলে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের বড়বাড়ির একটি বহুতল ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে পড়ে থাকা ছামাদের একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ। নিহতের বড় ভাই নাঈম জানান, গত ৯ মাস আগে আল আমিনের সঙ্গে মীমের বিয়ে হয়। তিন মাস আগে আল আমিন সস্ত্রীক ওই বাসা ভাড়া নেন। কি কারণে মীমকে হত্যা করা হয়েছে সে সম্পর্কে জানেন না তিনি।

















