গাজীপুরে ঠিকাদারের সাথে রাস্তা-ড্রেন নির্মাণ কাজের চুক্তি বাতিল

- আপডেট সময় : ১২:৫৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ১৫২৯ বার পড়া হয়েছে
গাজীপুর মহানগরের রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য গর্ত খুঁড়ে রাখায় চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে ১৩ নং ওয়ার্ডের কয়েকটি গ্রামের মানুষ। ধসে পড়ার ঝুকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ কয়েকটি ভবন। ঠিকাদার প্রতিষ্ঠানের কাজের ধীরগতির কারণে চুক্তি বাতিল হওয়ায় কাজ বন্ধ, তবে দ্রুতই টেন্ডার দিয়ে কাজ শুরু করার কথা জানিয়েছে সিটি করপোরেশন।
গাজীপুর সিটি করপোরেশন ১৩ নম্বর ওয়ার্ডসহ মজলিপুর,কামার বাসুলিয়াসহ কয়েকটি গ্রামের মানুষের চলাচলের রাস্তা এটি। সি আর ডিপি প্রকল্পের আওতায় ২০২২ সালে ৪৯ কোটি টাকার কাজটি পান ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন । যা শেষ হবার কথা ২০২৫ সালে।শেষতো দুরের কথা, কাজের এক-তৃতীয়াংশ শেষ হয়নি কয়েক বছরে। এতে চরম দুর্ভোগে পড়েছে কয়েকটি এলাকার লক্ষাধিক মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি ধসে পড়ার ঝুঁকিতে দিন পার করছে অনেকে।
কয়েক কিলোমিটার ঘুরে চলাচল করতে হয় ঐ এলাকার বাসিন্দাদের। অনেকে জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে গিয়ে শিকার হচ্ছেন দুর্ঘটনার।
ঠিকাদার প্রতিষ্ঠানের কাজের ধীরগতির কারনে চুক্তি বাতিল হওয়ায় কাজ বন্ধ, তবে খুব দ্রুতই নতুন টেন্ডার দিয়ে কাজ শুরু করার কথা জানান সিটি করপোরেশনের অঞ্চল ৬ এর নির্বাহী প্রকৌশলী।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকার সংযোগকারী আঞ্চলিক সংযোগ সড়কটি খুব দ্রুত কাজ শেষ করবেন এমনটা প্রত্যাশা এলাকাবাসির।