গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ, গাড়ি, দোকানপাট ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
গতরাতে গাজীপুর মহানগরের ১৮নম্বর ওয়ার্ডের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই থেকে ৩’শ জন দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে মহড়া দেয়। এ সময় তারা পিকআপ ভ্যান, মোটরসাইকেল, বিভিন্ন দোকানপাট ভাংচুর ও গুলিবর্ষণ করে। এ ঘটনায় রেজাউল করিম নামে এক ভুক্তভোগী এনামুল হাসান নিজুম, নোমান, জীবন সরদারের নামসহ দশজন ও অজ্ঞতানামা ৩০-৪০ জনের নামে জিএমপি বাসন থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে।