গাজীপুরে আনিসুল করিমের বাড়িতে গিয়ে সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন উপ-কমিশনার

- আপডেট সময় : ০৬:৩৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
গাজীপুরে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। এসময় তিনি জানান, এই হত্যা মামলার চার্জশিট দ্রুত দেয়া হবে। এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীরা এএসপি আনিসুল হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করেছেন।
সোমবার সকালে মানসিক সমস্যার চিকিৎসা নিতে রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে ভর্তি হন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিম। ভর্তির পর কয়েক মিনিটের মধ্যেই মারা যান তিনি। সিসিটিভি ফুটেজে দেখা যায় আনিসুল করিমকে হাসপাতালের দ্বিতীয় তলার একটি রুমে ঢুকিয়ে মারধর করেন কয়েকজন কর্মচারী।
এর জেরে মামলা করেন নিহতের বাবা। তার তদন্ত কাজে বুধবার দুপুরে নিহত আনিসুল করিমের গাজীপুরের বাসায় যান তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ও তদন্ত দলের সদস্যরা। এসময় গাজীপুর জেলার পুলিশ সুপার শামসুন্নাহারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা ও সহমর্মিতা জানান তারা। পরে সাংবাদিকদের বলেন, আনিসুল করিম হত্যা মামলায় দ্রুত চার্জশীট দেয়া হবে।
তেজগাঁও জোনের উপকমিশনার আরো বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে নামকাওয়াস্তে কারা হাসপাতাল চালাচ্ছে। কারা কারা এ ঘটনার সঙ্গে জড়িত।
এদিকে, এএসপি আনিসুল করিম হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীরা। এসময় তারা দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।