গাজীপুরের সালনায় বাসায় ঢুকে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০১:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ১৫৮১ বার পড়া হয়েছে
গাজীপুরের সালনায় বাসায় ঢুকে কলেজছাত্রী রাবেয়া আক্তারকে হত্যা ও তার মা-বোনদের জখমের মামলার প্রধান আসামি সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে রেব। রেবের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পড়ানোর জন্য বাসায় যাওয়া-আসার সুবাদে রাবেয়া আক্তারের দিকে কু-নজর পড়ে সাইদুলের। পরে বিয়ের প্রস্তাব দিলে রাবেয়ার পরিবার তা প্রত্যাখ্যান করে। এতে সাইদুল ক্ষীপ্ত হয়ে গত ৮ মে রাতে বাসায় ঢুকে রাবেয়া আক্তারকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তার চিৎকারে মা ও বোনেরা গিয়ে বাধা দিলে সাইদুল তাদেরকেও আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত রাবেয়াকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর এক হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে তার মা ইনসুরেত নেছা। আহত হয়েছে ছোট তিন বোন। এ ঘটনায় রক্তাক্ত ছুরি উদ্ধার করেছে পুলিশ।