গাজীপুরের মহাসড়কে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ চাপ কিছুটা বেড়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৯:২০ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
গাজীপুরের মহাসড়কে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ চাপ কিছুটা বেড়েছে।
সকাল থেকেই ঈদে ঘর মুখ মানুষেরা যার যার গন্তব্যে পৌঁছতে মহাসড়কেরভিড় করছেন। মহাসড়কের বিভিন্ন স্থানে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় মানুষের ভিড় দেখা যাচ্ছে। যাত্রীদের অভিযোগ, তাদের গন্তব্য পৌছতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে । ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের ৭টি ফ্লাইওভার চালু হওয়ায় ঈদে ঘরমুখো মানুষের যানজট মুক্ত ও স্বাচ্ছন্দেই বাড়ি ফিরছেন।
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাড়ির চাপ বেশি থাকায় চন্দ্রা কেন্দ্রিক যানবাহনের কিছুটা জটলা রয়েছে।