গাজা যুদ্ধের পুরোপুরি অবসান চান হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার
- আপডেট সময় : ০২:৫৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ১৬০০ বার পড়া হয়েছে
দখলদার ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি ও চলমান গাজা যুদ্ধের পুরোপুরি অবসান চান হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। মধ্যস্থতাকারী দেশগুলোকে সিনওয়ার একথা জানিয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সিনওয়ারের বার্তা এরই মধ্যে ইসরাইলকে পৌঁছে দিয়েছে মিশর ও কাতার। যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রও। যদিও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চান কিনা তা স্পষ্ট নয়। আগামী ১৫ আগস্ট কায়রোতে হামাস-ইসরাইল ও মধ্যস্থতাকারী দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে রোববার গাজা সিটির একটি ভবন লক্ষ্য করে বোমা হামলা চালায় দখলদার ইসরাইল। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় ওই এলাকা। কয়েকজন হতাহত হয়েছেন। ইসরাইলি বাহিনীর দাবি, হামাস সদস্যদের অবস্থান লক্ষ্য করেই হামলা চালানো হয়। অন্যদিকে খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী। ওই এলাকায় আবারও অভিযান চালানোর কথা জানিয়েছে তারা। ফিলিস্তিনিরা বলছেন, পুরো উপত্যকা জুড়ে কোথাও তারা নিরাপদ নন।