গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ৩১
- আপডেট সময় : ১১:৫৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ১৮৯৯ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি।
আজ এক প্রতিবেদনে ফিলিস্তিনি সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, গতকাল সন্ধ্যায় শরণার্থী শিবিরের ভেতরে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে ঘনবসতিপূর্ণ এলাকায় ১২টি বাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয় এবং এতেই হতাহতের ওই ঘটনা ঘটে।
বেশ কয়েকদিন ধরে শরণার্থী শিবিরগুলোতে হামলা চালালেও ইসরায়েল বরাবরের মতোই দাবি করে আসছে যে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কমান্ডারদের লক্ষ্যবস্তু করছে তারা। যদিও ইসরায়েলের হামলায় নিহতদের বেশির ভাগই বেসামরিক লোক।
এর আগে চলতি মাসের শুরুতে (নভেম্বর) টানা তিনদিন জাবালিয়া শরণার্থী ক্যাম্পে হামলা চালায় ইসরায়েল। সেই হামলার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছিল, জাবালিয়ায় ১৯৫ জন নিহত ও আরও ১২০ জন নিখোঁজ হন। প্রায় একই সময় গাজার বুরেজ শরণার্থী শিবিরে চালানো বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হন।