গাজায় মৃত্যু বন্ধে কেউ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ১৭০৭ বার পড়া হয়েছে
বিশ্ব গাজায় হত্যাকাণ্ড প্রত্যক্ষ করছে, কিন্তু এ ধরনের মৃত্যু বন্ধে কেউ কার্যকর কোনো ব্যবস্থা কেউ নিচ্ছে না বলে দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের ক্ষমতাসীন দল ফাতাহ মুভমেন্টের সফররত মহাসচিব লেফটেন্যান্ট জেনারেল জেবরিল আল রজউব সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ দু:খ প্রকাশ করেন। এসময় গাজায় নির্মম হত্যাকাণ্ডের বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নীরবতাকে ভণ্ডামি বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, মুসলিম উম্মাহর নিরাপত্তা এবং ফিলিস্তিনিদের দুর্দশা লাঘবের জন্য মুসলমানদের ঐকব্যদ্ধ থাকা উচিত। ফিলিস্তিনিদের প্রতি নিজ সরকারের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা গাজায় নারী ও শিশুসহ হাজার হাজার মানুষ হত্যার পাশাপাশি ইসরায়েলি বাহিনীর হাসপাতালে হামলার নিন্দা জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বৈঠকের বিষয়ে গণমাধ্যমের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন।