গাজায় দৈনিক ৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
- / ১৭৯২ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার সুযোগ দিতে দৈনিক চার ঘণ্টার বিরতিতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল।
স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধবিরতি শুরুর তিন ঘণ্টা আগে এই বিষয়ে প্রত্যেক দিন ঘোষণা দেয়া হবে। ইসরায়েলি সেনাদপ্তর থেকে জানানো হয়েছে, বিরতির সময় গাজার উত্তরাঞ্চলে কোনো সামরিক অভিযান পরিচালনা করা হবে না এবং এই প্রক্রিয়াটি আজ থেকেই শুরু হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই পদক্ষেপ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান জন কিরবি। বিরতির সময় গাজা উপত্যকায় প্রয়োজনীয় মানবিক সহায়তা পরিবহনের অনুমতি থাকবে। পাশাপাশি গাজার বাসিন্দাদের ক্ষতিকর পথ থেকে বেরিয়ে আসতে সহায়তা করবে এই বিরতি।