গাইবান্ধা শহরের নিরাপত্তায় ব্যবহৃত ৭৫ সিসি ক্যামেরা নষ্ট
- আপডেট সময় : ০২:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮০২ বার পড়া হয়েছে
সংস্কার আর তদারকির অভাবে গাইবান্ধা শহরের নিরাপত্তায় ব্যবহৃত ৭৫টি সিসি ক্যামেরা নষ্ট হয়ে পড়ে আছে। ফলে অপরাধ সংগঠিত হলেও তা উদঘাটনে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
তবে পুলিশ সুপার জানিয়েছেন, জনসাধারণের নিরাপত্তার স্বার্থে দ্রুত ক্যামেরা স্থাপন করা হবে।
জেলা শহরের মধ্যপাড়ায় গভীর রাতে চোরচক্র এক বাড়ির দরজার তালা এভাবেই ভাঙ্গার চেষ্টার করে–যা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। তবে সড়কে সিসি ক্যামেরা অচল থাকায় ধরাছোঁয়ার বাইরে চক্রটি।
শুধু এই পাড়াই নয়, শহরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষা ও যানযট নিরসনে ২০১৯ সালে জেলা পরিষদের সহযোগিতায় জেলা পুলিশ শহরের বিভিন্ন গুরুত্ব পয়েন্টে ৯৫টি সিসি ক্যামেরা বসায়।
ক্যামেরা স্থাপনের পরে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে ২০টি ছাড়া সবকটিই অচল হয়ে পড়ে। ফলে শহরে বেড়েছে চুরি, ইভটিজিংসহ নানা অপরাধ।
সন্ধ্যা নামতেই পাড়া-মহল্লার অলিগলিতে বেড়ে যায় উঠতি বয়সি যুবকদের আনাগোনা। বিভিন্ন সময় অপরাধ সংগঠিত হলেও সিসি ক্যামেরা নষ্ট থাকায় সনাক্ত করা যাচ্ছে-না অপরাধী। তাই শহরজুড়ে সিসি ক্যামেরা বসানোর দাবি ব্যবসায়ীদের।
এদিকে, সিসি ক্যামেরা সংস্কারসহ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্রুত ক্যামেরা বসানোর কথা জানান পুলিশ সুপার।
অপরাধ নির্মূল এবং স্থানীয়দের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত সিসি ক্যামেরা স্থাপনের দাবি স্থানীয়দের।